৬ সেপ্টেম্বর অভিনেত্রী কঙ্গনা রানাউতের ‘ইমার্জেন্সি’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র না পাওয়ায় আটকে যায় মুক্তি। তাই এবার আদালতের দোরগোড়ায় গেলেন অভিনেত্রী।
জানা গেছে, সেন্সরবোর্ড বেআইনিভাবে আটকে দিয়েছে ‘ইমার্জেন্সি’ সিনেমার ছাড়পত্র। এমন অভিযোগ তুলে বোম্বে হাইকোর্টের গেছেন ছবিটির নির্মাতারা। অতঃপর মামলা করেন তারা। বোম্বে হাইকোর্টে বিচারপতি বিপি কোলাবাওয়ালা এবং ফিরদোস পুনিওয়ালার ডিভিশন বেঞ্চে মামলাটি করা হয়েছে।
কঙ্গনার ‘ইমার্জেন্সি’ নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না। প্রথমে শিখ সম্প্রদায়ের আবেগে আঘাত লাগায় আইনের দ্বারস্থ হয়েছিল শিরোমণি অকালি দল-সহ বেশ কিছু শিখ সংগঠন। এরপর এই ছবির কারণে হত্যার হুমকিও পেয়েছেন স্বয়ং কঙ্গনা। এমনকি সেন্সর বোর্ডের সদস্যদেরও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিনেত্রী জানিয়েছিলেন। শেষমেশ আটকে যায় ছবিটি।
প্রসঙ্গত, ‘ইমার্জেন্সি’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি ছবির নির্মাতাও কঙ্গনা রানাউত নিজেই।