শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালনায় অভিষেক হতে যাচ্ছে। উন্মুক্ত হয়েছে তার পরিচালিত ‘বলিউড দ্য বা**ডস’ সিরিজটির প্রমো। সোমবার ‘নেক্সট অন নেটফ্লিক্স’ ইভেন্টটিতে চলতি বছরে মুক্তি পেতে যাওয়া সিরিজগুলোর নাম ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় রয়েছে আরিয়নের প্রথম সিরিজ ‘বলিউড দ্য বা**ডস’। এটি প্রযোজনা করেছে রেড চিলিজ প্রোডাকশন।
আরিয়ান খানের প্রথম কাজে শাহরুখ অভিনেতা ও একইসঙ্গে প্রযোজকও। তার স্ত্রী গৌরি খানও এর প্রযোজক। ছেলের অভিষেক অনুষ্ঠানে পুরো পরিবার নিয়ে হাজির হয়েছিলেন শাহরুখ। অভিনেতা-প্রযোজক হিসেবে ছেলের পরিচালনায় কাজের চাপ কতটা ছিল, অনুষ্ঠানে এমন প্রশ্ন উঠতেই নিজস্ব ঢঙে জবাব দিলেন কিং খান।
শাহরুখ বলেন, ‘অন্যরা সবাই কাজ করে আর আমি শুধু নামেই প্রযোজক। এসব প্রযোজক, পরিচালক, লেখক পোষাবেনা আমার। আই অ্যাম জাস্ট আ ব্লাডি স্টার…।
আমি যখন এন্ট্রি নেই তখন পিছনে মিউজিক বাজে। প্রযোজকদের সঙ্গে এসব কিছুই হয় না।’ আর শাহরুখের মুখে এমন কথা শুনে করতালিতে মেতে ওঠে পুরো হল।
জানা গেছে, গত বছরের মে মাসে শেষ হয়েছে সিরিজটির শুটিং। সোমবার সামনে এসেছে এর প্রথম নমুনা।
চলতি বছরের শেষের দিকে নেটফ্লিক্সে উন্মুক্ত হবার কথা রয়েছে ‘বলিউড দ্য বা**ডস’। ৬ পর্বের এই সিরিজে শাহরুখ খান ছাড়াও দেখা যাবে সালমান খান, রণবীর কাপুর, বাদশা ও ববি দেওলের মতো অভিনেতারদের।
অন্যদিকে চার বছরের বিরতি কাটিয়ে ২০২৩ সালে পাঠান দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখের। এরপর একই বছরে উপহার দিয়েছেন জাওয়ান, ডাংকির মতো সফল সিনেমা। এরপর ২০২৪ সালে কোনো ছবি আসেনি তার। নেটফ্লিক্সের ‘বলিউড দ্য বা**ডস’ সিরিজ ছাড়াও, শাহরুখকে সামনে দেখা যাবে ‘কিং’-এ।