দীর্ঘদিন সংগ্রাম করে বলিউডে নিজের জায়গা স্থায়ী করেছেন নির্মাতা অনুরাগ কশ্যপ। ২৩ মার্চ এই নির্মাতা জানালেন নতুন তথ্য। নতুন পরিচালকদের তিনি আর বিনা মূল্যে কোনো পরামর্শ দেবেন না। সোশ্যাল হ্যান্ডেলে সময় ভেদে টাকার পরিমাণটিও ঠিক করে দিয়েছেন তিনি।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে হঠাৎ বিস্ফোরক একটি পোস্ট করেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’ নির্মাতা। যেখানে তিনি লিখেছেন, ‘নতুনদের কাজের সুযোগ দিতে গিয়ে আমি অনেকটা সময় নষ্ট করেছি। যাদের বেশির ভাগ মেধারা হারিয়ে গেছে। সেই কারণে থেকে আমি সময় নষ্ট করতে চাই না। এমন কারও সাথে দেখা করতে চাই না, যারা মনে করেন তারা ক্রিয়েটিভ, তারা জিনিয়াস। তাই এখন থেকে আমার সাথে দেখা করতে হলে অর্থ খরচ করতে হবে।‘
কতক্ষণের জন্য কি পরিমাণ অর্থ খরচ হবে, সেই হিসাব দিতেও ভোলেননি তিনি। লিখেছেন, ‘যদি কেউ আমার সঙ্গে ১০ থেকে ১৫ মিনিটের জন্য দেখা করতে চান, এ জন্য ১ লাখ রুপি লাগবে। আধঘণ্টার জন্য ২ লাখ রুপি। এক ঘণ্টার জন্য ৫ লাখ রুপি। এবার যদি আপনার মনে হয়, এ টাকা দিতে পারবেন, তাহলে যোগাযোগ করুন, নয়তো এসব থেকে দূরে থাকুন। সব টাকা অগ্রিম দিতে হবে।‘
নির্মাতার এমন পোস্টের সমর্থন করেছে কেউ কেউ, কেউ আবার নির্মাতাকে করেছেন কটাক্ষ। বলেছেন অহংকারী।