২৫ নভেম্বর শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যানিমেল’য়ের অগ্রিম টিকিট বিক্রি। সারা ভারত যেন হুড়মুড়িয়ে পড়েছে অগ্রিম বুকিংয়ে। দুই দিনে অগ্রিম টিকিট বিক্রির আয় দাঁড়িয়েছে সাড়ে ৩ কোটি রুপির বেশি।
সূত্রের খবরে, হিন্দিতে ৯০ হাজার ৫২৬ টি, ২০ হাজার ৫৯১টি তেলুগু অঞ্চলে এবং ২০০টি টিকিট কিনেছেন তামিল ভাষার দর্শক।
এদিকে গুঞ্জনে শোনা যাচ্ছে, দিল্লি এবং মুম্বাইয়ের হল গুলোতে ৯০০ টাকার বদলে ২২০০ রুপি করে বিক্রি হচ্ছে ‘অ্যানিমেল’য়ের টিকিট। আর মাল্টিপ্লেক্সে সাধারণ বসার টিকিটের দামও বাড়িয়ে হয়েছে ৬৫০ রুপি।
সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহকে কেন্দ্র করে সিনেমা বিশ্লেষকদের ধারণা, রণবীর কাপুরের ক্যারিয়ারের সর্বোচ্চ ওপেনিং কালেকশন পেতে যাচ্ছে ‘অ্যানিমেল’।