২৫ নভেম্বর থেকে শুরু হয়ে গেছে দেশীয় বাদ্যযন্ত্রের প্রদর্শনী। ধানমণ্ডি ৩ এ অবস্থিত অঁলিয়জ ফ্রসেসে ২৯ নভেম্বর ২০২৪ পর্যন্ত চলবে এই আয়োজন।
পাঁচদিনের এ বাদ্যযন্ত্রের প্রদর্শনীর আয়োজন করেছে ‘অবকল্প’ নামের একটি সংগঠন। ‘নিরাময়ের ঐকতান’শিরোনামের এই আয়োজন উদ্বোধন করেন বাউল শফি মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘অলিয়ঁজ ফ্রঁসেজ’ এর পরিচালক ফ্রাঁসোয়া ঘ্রোঁচ।
প্রদর্শনীর ২য় দিনে, মঙ্গলবার উপস্থিত ছিলেন শিল্পী রাহুল আনন্দ এবং কনক আদিত্য, কবি আলফ্রেড খোকন, অভিনেতা আশিষ খন্দকার। সন্ধ্যা ৭টা থেকে রাত ৯ টা পর্যন্ত ছিল মোস্তাফিজুর রহমান মিঠুর কণ্ঠে মরমি শিল্পী আব্দুল আলীমের গান।
প্রতিদিন এমনই কোনও না কোনও আয়োজন থাকছে এই প্রদর্শনীতে। এতে ভীর করছে বিভিন্ন বয়সী দর্শক, জানছেন দেশীয় বাদ্যযন্ত্র নিয়ে।